জাতীয়দেশব্যাপীজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

ঈদের ছুটিতে পত্রিকা বন্ধ থাকবে ৬ দিন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৪ থেকে ২৯ মে ৬ দিন সংবাদপত্র বন্ধ থাকবে বলে জানিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

বুধবার (২০ মে) নোয়াবের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। তাই আগামী ২৪ মে থেকে ২৯ মে পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ করা হবে না।

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটে সংবাদপত্র ছাপানো ও বিলির কাজে ব্যাঘাত ঘটছে। অনেক পত্রিকা এরমধ্যে তাদের প্রিন্ট সংস্করণ বন্ধ করে শুধু অনলাইন ভার্সন চালু রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *