জাতীয়দেশব্যাপীজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

বরগুনার পাথরঘাটায় টর্নেডোর আঘাতে দুটি ঘর সম্পূর্ণ ও ১৫ টি ঘর আংশিক বিধ্বস্ত

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় টর্নেডোর আঘাতে দুইটি ঘর সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে গেছে এসময় ওই এলাকার আরও ১৫ টি ঘর আংশিক বিধ্বস্ত হয় ঘটনাটি ঘটেছে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে।

নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন আজ বুধবার বেলা এগারোটার দিকে টর্নেডোর আঘাতে জ্ঞান পাড়া গ্রামের জাকির শরীফ ও রানী বেগমের দুটি ঘর সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে যায় এসময় ওই একই গ্রামের আরো ১৫ টি ঘর টর্নেডোর আঘাতে আংশিক বিধ্বস্ত হয় খবর পেয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ এন ও হুমায়ুন কোভিদ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্তদের শুকনো খাবারসহ চাল-ডালের ব্যবস্থা করা হয়েছে এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ক্ষতিগ্রস্তদের নগদ টাকাসহ ঢেউটিন দেয়া হবে

/ জরা

বরগুনা ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট

MILI RANI RAHA Mobile: 01731341913 E-mail: joydeb6@gmail.com 20, Shar-e-Bangla Road, Barguna. Date of Birth: 06 December 1991 Father’s Name : Dipak Chandra Raha Mother’s Name: Purnima Rani Raha Blood Group: A- MA GPA-3.88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *