শ্রীপুরে অসচ্ছল বিধবা মহিলার পাশে স্কাউট সদস্যরা
শ্রীপুরে অসচ্ছল বিধবা মহিলার পাশে স্কাউট সদস্য। শ্রীপুরের মাওনা ইউনিয়নের নিজমাওনা বড়চালা গ্রামে আমেনা খাতুন (৫৬) নামের এক
সহায়সম্বলহীন বিধবা নারীর ঘর তৈরি করে দিয়েছেন স্কাউটদলের কয়েকজন ক্ষুদে সদস্য।
সেই সাথে অসহায় নারীকে থাকার জন্য চৌকি, তোষক, বালিশ ও কম্বল উপহার দেওয়া হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত নিজেদের শ্রমে ও অর্থায়নে সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ে স্কাউট গ্রুপের ক্ষুদে সদস্যরা এ ঘর তৈরি করে দেন।
আর দুটি কম্বল উপহার দিয়েছেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
বেনাপোলে স্কুল নির্মাণ ত্রুটিপূর্ণ অংশ ভেঙ্গে দিলো গ্রামবাসী
সিংগারদিঘী উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ ইউনিটের লিডার আবুল কালাম ঘর তৈরির দিকনিদেশনা দেন।
তিনি বলেন, নিজের কোন ঘর না থাকায় দীর্ঘদিন ধরেই অন্যের বাড়ীতে কষ্টের সাথে দিনাতিপাত করছে উপজেলার গাজীপুর ইউনিয়নের
নিজ মাওনা বড়চালা গ্রামের মৃত আব্দুল কাদিরের স্ত্রী আমেনা খাতুন।
শ্রীপুরে অসচ্ছল বিধবা মহিলার অসচ্ছল বিধবা হলেও জুটেনি সরকারি সহায়তা। স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য পেয়ে আমরা ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নেই।
জানুয়ারি থেকে রাজশাহী মহানগরীতে অটোরিকশার ভাড়া বৃদ্ধি
আমেনা খাতুন বলেন, নিজের কোনো থাকার ঘর না থাকায় সন্ধ্যা হলেই তিনি মানুষের বাড়িতে গিয়ে আশ্রয় খুঁজতেন।
কয়েক যুগ আগে তার স্বামী মারা গেছেন। এক মেয়ে আছে। তাকেও অনেকদিন আগেই বিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে গাজীপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য জাকির হোসেন ফরাজী বলেন তাকে আমি নতুন তালিকায় অন্তর্ভুক্ত করে দিবো।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুরুল ইসলাম জানান, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমেই ভাতা ভোগীদের তালিকা তৈরি করা হয়।
Pingback: নড়াইল পৌরসভার হুরজাহান বেগমের পক্ষে শোভাযাত্রা - দ্যা বাংলা ওয়াল
Pingback: করোনা সংবাদ : পৃথিবীর সমস্ত মানুষের পক্ষে - দ্যা বাংলা ওয়াল