হাসানুল হক ইনু’র সাথে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শুক্রবার সাবেক তথ্য মন্ত্রী ও বর্তমান তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এর সাথে তার বাসভবনে অনলাইন টেলিভিশন মালিকদের সংগঠন আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি আতাউল্লাহ খান এর নেতৃত্বে নেতৃবৃন্দের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭১ বাংলা টিভির চেয়্যারম্যান, জনাব এএইচএম তারেক চৌধুরী, কিউ টিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব সাইফুদ্দীন মুহাম্মদ ফারুকী, আলিফ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোঃ জামাল উদ্দিন জামান, ফ্যামিলি টিভির ব্যবস্থাপনা পরিচালক নিমি চৌধুরী, রূপসী বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ার হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

হাসানুল হক ইনু বলেন বর্তমান সময়ে আইপি টিভি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান সরকার আইপি টেলিভিশনের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করেছেন এবং সম্প্রচার কমিশন গঠনের সিদ্ধান্তও নিয়েছেন বলে জানান তিনি।

Total Page Visits: 361 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares