নাশকতার মামলায় বিএনপির কাউন্সিলর প্রার্থী তাজু গ্রেফতার
গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ৩২ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজধানীর ওয়ারি থানাধীন গোপীবাগে দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, তাজউদ্দিন আহমেদ তাজুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তিনি নাশকতা ও রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানাও ছিল। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, তাজউদ্দিন আহমেদ তাজু বংশাল থানা বিএনপির সভাপতি।