শার্শায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
বেনাপোল (যশোর) প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শুভেচ্ছা জানানো হয় এবং সারা দেশের সাথে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর সময় গননার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সহকারি কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অশোক কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, কৃষি অফিসার কৃষিবিদ সৌতম কুমার শীল, মাধ্যমিক শিক্ষা অফিসার হাসান হাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রবসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।