বৃদ্ধাশ্রমে শীতবস্ত্র বিতরণ ইবি স্বপ্নকাননের
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্চাসেবী সংগঠন স্বপ্নকাননের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজ সংলগ্ন ‘উদয়ন মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে’ ২৫ জন বৃদ্ধার মাঝে শীতবস্ত্র বিতরণ করে তারা।
এছাড়াও স্বপ্নকানন ইবি শাখার সদস্যরা রাতে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরেও শীতার্ত মানুষের সন্ধান করে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় সংগঠনটির সভাপতি মেজবাহ আলম সরকার, সাধারণ সম্পাদক ফয়সাল বিন ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আশহাদুল ইসমাম, মাহিন হাসান জুয়েল, ফারজানা আফরিন অনুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি মেজবাহ আলম সরকার জানান, ‘বৃদ্ধাশ্রমে মায়েদের মনের যে কষ্ট তা অনেকটাই ভাগ করে নেয়ার আমরা চেষ্টা করেছি। তারাই মূলত প্রকৃত অসহায়।’
সাধারণ সম্পাদক ফয়সাল বিন ইলিয়াস জানান, ‘যারা বৃদ্ধাশ্রমে অবস্থান করে তাদের আপন বলতে কেউ নেই বললেই চলে। তারা তাদের আপন মানুষদের ছেড়ে এক হতাশায় নিমজ্জিত। কিছু সময়ের জন্য আপনজন হয়ে তাদের খুশি করতে পারার চেয়ে বড় আনন্দ আর কিই বা হতে পারে!’
উল্লেখ্য, ‘স্বপ্নকানন’ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিষ্ঠিত একটি স্বেচ্চাসেবী সংগঠন। সংগঠনটি ২০১৮ সালে ২ এপ্রিল ইবি থেকে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে সংগঠনটি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), বগুড়া মেডিকেল কলেজ (বমেক) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এর শাখা রয়েছে৷