সাতক্ষীরায় বিপুল পরিমাণ নোট গাইডসহ আটক ২
সাতক্ষীরায় নোট গাইড বই বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ী আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, শহরের মুনজিতপুর এলাকার ওয়াছেত মোল্লার ছেলে বই মেলা দোকানের সত্বাঅধিকারী জাহাঙ্গীর আলম ও আব্দুস ছোবহানের ছেলে পপি লাইব্রেরির সত্বাঅধিকারী আব্দুল্লাহ আল মামুন।
বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দীন জানান, অবৈধ নোটগাইডের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে তার নেতৃত্বে সদর থানা পুলিশ ও ডিবিপুলিশের যৌথ অভিযান শহরের বই মেলা ও পপি লাইব্রেরিতে পরিচালিত হয়।
তাদের তিনটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমান সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত নোট গাইড জব্দ করা হয় এবং ওই দুই ব্যবসায়ী জাহাঙ্গীর ও মামুনকে আটক করা হয়।
নোট গাইড নিষিদ্ধকরণ আইন ১৯৮০ সালের আইন অনুযায়ী আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
/ এমডিআআ