জাতীয়দেশব্যাপীসর্বশেষসব খবর

নাগরপুরে জাতীয় দুর্যোগ দিবস ২০২০ পালিত

“দুর্যোগের ঝুঁকি হ্রাস পাবে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়ন আনবে গতি” এই প্রতিপাদ্য সামনে নিয়ে, টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আজ মঙ্গলবার ১০ মার্চ সকালে নাগরপুরে জাতীয় দুর্যোগ দিবস ২০২০ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাগরপুর সরকারি যদুনাথ মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে দুর্যোগ মোকাবিলার বিভিন্ন বিষয় গুলো তুলে ধরা হয় সকলের সামনে। এতে নাগরপুর ফায়ারসার্ভিসের একটি অভিজ্ঞ দল ডিসপ্লে মহরা প্রদর্শন করে দর্শকদের দেখান বিভিন্ন ভাবে লেগে যাওয়া আগুন সহ অন্যান্য দুর্যোগ কিভাবে মোকাবিলা করতে হয়।

পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহি অফিসার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, নাগরপুর সরকারি যদুনাথ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. আবু বকর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান শাকিল, আনসার ভিডিপি অফিসার রুবি আক্তার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগের পূর্ব প্রস্তুতি ঝুঁকি হ্রাস করে এবং টেকসই উন্নয়ন নাগরিক জীবনে গতি আনে। আমাদের সকলের উচিত দুর্যোগ মোকাবিলার বিষয়গুলো সদা প্রস্তুত রাখা এবং প্রতিটি কাজ মন দিয়ে করা। প্রতিকারের চেয়ে প্রতিরোধ সাচ্ছন্দ্য আনে।

/ মোজরলু

নাগরপুর (টাঙ্গাইল) করেসপনডেন্ট

Md. Jasiur Rahman (Lukon) Father's Name: Late Abdur Rahman Mother's Name: Late Nururunnahar Begum Permanent Address: Vill- Babnapara, Upazila- Nagarpur, Dist-Tangail Mobile:- +880 1766 458 826 E-mail: jasiur007@gmail.com DOB- 17/01/83 NID number: 19839317673000021 Blood Group: (B+) Educational Qualification: B Com Working in a Daily News of Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *