সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত-আহত ২০
সিরাজগঞ্জের কামাখন্দের তালুকদার বাজারে ১৫ই মার্চ (রবিবার) সকাল ৯:৩০ ঘটিকার সময় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিন মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন।
নিহতরা হলো, তেজগাঁও বেগমবাড়ী মাদ্রাসার ফেনি জেলার মাদ্রাসার শিক্ষক খালেদ মাহমুদ (৪৫), নেত্রকোনা জেলার ইমরান হাসান (২০) ময়মনসিং জেলার ইয়াছিন আরাফাত (২১) নামের দুইজন মাদ্রাসার ছাত্র। রবিবার ভোরে কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রোকনুজ্জামান জানান, আহতদের মধ্যে ১০/১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।
/ মোমই