তালায় জুয়া খেলার দায়ে একজনকে বিনাশ্রম কারাদণ্ড
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিণখোলা এলাকায় জুয়া খেলায় দায়ে প্রভাস চন্দ্র সানা(৩৮) নামক এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইকবাল হোসেন।
জানাযায়,বুধবার রাত্রে উপজেলার খেশরা ইউনিয়নের হরিণখোলা গ্রামে জুয়া খেলছেন প্রভাস চন্দ্র সানা সহ কিছু দৃষ্কুতীরা। এমন গোপন সংবাদ পেয়ে খেশরা ক্যাম্পের এসআই ্ঈসমাইল হোসেন সহ সঙ্গীয় ফোর্স তাদেরকে ধরতে গেলে প্রভাস ছাড়া বাকীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্ত্তিতে প্রভাস চন্দ্র সানাকে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইকবাল হোসেন কাছে হাজির করা হলে জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারার ক্ষমতাবলে ভ্রাম্যমাণ আদালতে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এবিষয়ে,তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, প্রভাসকে ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদানের পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
/ জহাসা