বেনাপোলে বিভিন্ন মামলার ১২ আসামী গ্রেপ্তার
যশোরের বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান শেষে তাদের গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার শিকড়ি পূর্বপাড়া গ্রামের বাবু মোড়লের ছেলে ওয়াসিম আলী (২৮), নামাজ গ্রামের আজিবর রহমানের ছেলে ইমরান হোসেন (২৩), ভবেরবেড় গ্রামের হাকিম আলীর ছেলে শাওন মিয়া (২০), একই গ্রামের কালাচানের ছেলে আকাশ (২২), মৃত আব্দুল ব্যপারীর ছেলে মুন্সী ব্যাপারী (৫০), রাজু শেখের ছেলে হানিফ শেখ (৩০), মৃত সৈয়দ সরদারের ছেলে মজিবর সরদার (৩৫), গাতিপাড়া গ্রামের আঃ মালেক হোসেনের ছেলে অনিক হোসেন (৩২), একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফজলু মিয়া (২৮), পুটখালী গ্রামের জাকির হোসেনের ছেলে সবুজ হোসেন (২০), সাদীপুর গ্রামের সাহেব আলীর ছেলে মমিন (২৬) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে হাসান (৩২)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদে জানা যায়, গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিকেলে যশোর আদালতে পাঠানো হয়েছে।
/ মোজাহো