পশ্চিমবঙ্গধর্ম চিন্তাসর্বশেষসব খবর

‘‌ধর্মনির্বিশেষে করোনায় মৃত ব্যক্তিদের পোড়ানো হবে, কবর না’:‌ ‌ভারতীয় বৃহনমুম্বই কর্পোরেশন

ভারতে ধর্মীয় আচার ভেদাভেদের আর কোনও জায়গা থাকল না। ধর্মনির্বিশেষে করোনায় মৃত ব্যক্তিদের পোড়ানো হবে। কবর দেওয়া হবে না। ভারতের বৃহনমুম্বই কর্পোরেশন (‌বিএমসি)‌ সোমবার জানাল সেকথা।

করোনার কটাক্ষে সারা বিশ্বের মানবজাতি আজ বিপদে। মৃত্যুমিছিল লেগে গিয়েছে আমেরিকা, ইটালি ও স্পেনে। সঙ্গে ক্ষতিগ্রস্ত আরও বহু দেশ। ভারতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০৭১। মৃত্যু প্রায় ৩০। আতঙ্কগ্রস্ত গোটা মানবজাতি। তীব্র বেগে সংক্রামিত হচ্ছে এই ভাইরাস।

সতর্কতা হিসেবে বিএমসি নতুন সিদ্ধান্ত নিল। ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলে তাঁকে কবর দিলে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। বিএমসি–এর কমিশনার প্রবীণ পারদেশি জানালেন, ‘‌মারণ ভাইরাসটিকে নির্মূল করতে মৃতদেহকে পুড়িয়ে ফেলার নিয়ম করা হল।

মৃত ব্যক্তি যে ধর্মেরই হোন না কেন।’‌ এই ভাইরাস যেন শুধু মানবজাতির বিনাশ না, ধর্মীয় ব্যবধানেরও বিনাশ ঘটিয়ে দিল। এছাড়া তিনি বললেন, ‘‌সৎকারের সময়ে সেস্থানে একসঙ্গে পাঁচজনের বেশি আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।’‌ ‌

/ আজকাল ওয়েবডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *