বেনাপোলে দিন মজুরদের খাদ্যসামগ্রী দিল ছাত্রলীগ
করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ দিন আনা দিন খাওয়া দিনমজুর পরিবারের মাঝে বেনাপোল ছাত্রলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সরকারি নির্দেশনা মেনে বাড়ি বাড়ি গিয়ে ভবারবেড় গ্রামের ১২০টি দুস্থ অসহায় পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেলসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন, বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল ইমরান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জহির রায়হান, সহ-সভাপতি মিন্টু, সহ-সভাপতি অনিক, সাংগঠনিক সম্পাদক ফয়জুল্লাহ, ভবারবেড় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মারুফুল হক দিপুসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ছাত্রলীগের নেতারা এসময় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে তাদের গ্রামের যেসব খেটে খাওয়া সাধারণ মানুষ নিজেদেরকে গৃহবন্দী করে ফেলেছেন পর্যায়ক্রমে তাদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার আশ্বাস দেন। এবং সেই সাথে বেনাপোলের বিভিন্ন অর্থশালী ব্যবসায়ীদের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
/ মোজাহো