দেশব্যাপীখাদ্য ও পুষ্টিশিরোনামসর্বশেষসব খবর

শার্শায় ২শ‘ প্রতিবন্ধী পরিবারের খাদ্য সামগ্রী দিলেন শেখ আফিল উদ্দিন এমপি

দেশের সংকটময় মুহুর্তে মানবতার আলো জ্বেলে শার্শার ২শ‘ অসহায়, দরিদ্র, দুস্থ প্রতিবন্ধী পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী দিলেন যশোর-১ (শার্শা) আসনের এমপি শেখ আফিল উদ্দিন।

সোমবার দুপুরে নাভারণ খাদ্য গোডাউনের সামনে তিনি নিজে উপস্থিত থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে শার্শা উপজেলা প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার ২শ‘ অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। করোনা ভাইরাসকে উপেক্ষা করে নিজ জীবনের ঝুঁকি নিয়ে এমপি নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরণ করায় আবেগে আপ্লুত হয়েছেন শার্শা উপজেলা প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ উপস্থিত প্রতিবন্ধী ও অন্যান্য কর্মচারীসহ ২শ‘ জন।

খাদ্য সামগ্রী বিতরণের সময় এমপি শেখ আফিল উদ্দিন বলেন, প্রধানন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক শার্শা উপজেলার অসচ্ছল মানুষদের খুঁজে বের করে তাদের কাছে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার চেষ্টা করছি। সরকারি সহযোগিতার পাশাপাশি আমিসহ আমার সংগঠন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নিজ নিজ অর্থায়নে এলাকার গরীব অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে খাদ্যের সহযোগিতা দেওয়া অব্যাহত রেখেছেন। যতদিন পর্যন্ত দেশে করোনা ভাইরাস আতঙ্ক বিরাজমান থাকবে ততদিন পর্যন্ত আমাদের খাদ্যের সহযোগীতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহ সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল, শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোরাদ হোসেন, যুবলীগ নেতা সেলিম রেজা, জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

/ মোজাহো

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *