জামানতের অর্ধেক ফেরত পাচ্ছেন রিক্রুটিং এজেন্সির মালিকরা
কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে কর্মচারীদের বেতন ও অফিস ভাড়া প্রদানের জন্য লাইসেন্স জামানতের অর্ধেক পরিমাণ অর্থ রিক্রুটিং এজেন্টদের প্রদানের সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কথা জানানো হয়। আদেশে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
রিক্রুটিং এজেন্সি সমূহকে জামানতের ৫০শতাংশ টাকা উত্তোলনের জন্য বিএমইটির মহাপরিচালকের কাছে আবেদন করতে হবে ।আবেদনের সঙ্গে ১ বছরের মধ্যে ওই টাকা অবশ্যই ফেরত প্রদান করবে মর্মে রিক্রুটিং এজেন্সিকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মহাপরিচালক, বিএমইটি বরাবর অঙ্গীকারনামা প্রদান করতে হবে।
যে সব এজেন্সির লাইসেন্স বাতিল, স্থগিত কিংবা জামানত বাজেয়াপ্ত করা হয়েছে সেসব রিক্রুটিং এজেন্সির আবেদন বিবেচিত হবে না। বাসস