হবিগঞ্জে দু’পক্ষে রক্তক্ষয়ি সংঘর্ষে পুলিশসহ আহত ৫০
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পু্র্ব বিরোধের জের ধরে দুই পক্ষের লোকজনের মাঝে দফা়য় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন৷
বৃহস্পতিবার ( ৭ মে) সকালে উপজেলার নোয়াগড় গ্রামের মোশাহিদ মেম্বারের ছেলে আক্তার মিয়া ও শাহজাহান মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ৷
গুরুতর আহত ২ জনকে সিলেট ওসামানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়৷ বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ৩নং জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের মোশাহিদ মেম্বারের ছেলে আক্তার মিয়া ও শাজাহান মেম্বারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো ৷ এরই সুত্র ধরে গত ২৯ মার্চ বিকাল ৫টায় দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ প্রায় ৩০জন আহত হয় ৷ পুলিশের সুদৃঢ় ভুমিকায় পরিস্থিতি এতোদিন স্বাভাবিক ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার (আজমিরীগঞ্জ-বানিয়াচুঙ্গ সার্কেল) শেখ সেলিম জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে এবং সংঘর্ষ থামাতে গিয়ে ৫ জন পুলিশ আহত হয়েছেন৷ পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে৷ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ৷
/ মোসেউ