দেশব্যাপীজীবনশৈলীশিরোনামসব খবর

নরসিংদীতে বিশেষ চাহিদা পূর্ন ও প্রতিবন্ধী ব্যাক্তি সহ অসহায় মানুষদের মাঝে আর্থিক অনুদান

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে করোনা ভাইরাসের দূর্যোগ মোকাবেলায় বিশেষ চাহিদা পূর্ন ও প্রতিবন্ধী ব্যাক্তি সহ অসহায় মানুষদের মাঝে আর্থিক অনুদান দেয়া হয়েছে।

স্বগীয় রনজিৎ কামার সাহার ৩১ তম প্রয়াণ দিবস উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে শুক্রবার দুপুরে সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গনে অসচ্ছল বিশেষ চাহিদা সম্পর্ন শিশু ও তাদের পরিবারের মধ্যে এ অনুদান দেয়া হয়। এসময় ৪০ জন অসচ্ছল বিশেষ চাহিদা সম্পর্ন ব্যাক্তি সহ ৭০টি পরিবারকে নগদ এক হাজার টাকা করে অনুদান দেয়া হয়।

আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কমল কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ শাহ আলম মিয়া, সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সরকার, স্বগীয় রনজিৎ কুমার সাহার বড় ছেলে দৈনিক যুগান্তরের সাংবাদিক বিশ^জিৎ সাহা, চ্যানেল ২৪ এর সাংবাদিক সঞ্জিত সাহা, প্রেসক্লাবের সাহিত্য ও ক্রিয়া সম্পাদক মনজিল এ মিল্লাত সহ সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

/ মোসেমি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *