রাজবাড়ীতে সামাজিক দূরত্ব বজায় না থাকায় দোকানপাট বন্ধ ঘোষণা
করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ও সামাজিক দূরত্ব বজায় না থাকায় বুধবার বিকাল চারটা থেকে রাজবাড়ীর বাজার বন্ধ ঘোষণা করেছে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।
এর আগে গত ১০ মে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক দূরত্বসহ বেশ কয়েকটি নির্দেশনা মেনে চলার শর্ত নিয়ে দোকান পাট খোলা রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু দোকান পাট খোলার সাথে সাথে ঈদের কেনাকাটা করার জন্য হুমরি খেয়ে পরে মানুষ। যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কোন প্রকার সামাজিক দূরত্ব না মেনে কেনাকাটার করার বিষয়ে বুধবার দুপুরে জরুরি সভা করে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও বাজার ব্যবসায়ী সমিতি।
রাজবাড়ীর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, রাজবাড়ীর বাজারে কোনক্রমেই মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হওয়ায় দোকান পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুধু মাত্র ওষুধ ও জরুরি পণ্যের দোকান খোলা থাকবে।
এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সংক্রমণ ও স্বাস্থ্যবিধি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
/ আই