জাতীয়দেশব্যাপীপরিবেশ ও সমাজশিরোনামসর্বশেষসব খবর

জেলেদের চাল আত্মসাতের অভিযোগে বরগুনায় দুই ইউপি চেয়ারম্যান ও চার মেম্বার বরখাস্ত

বরগুনা প্রতিনিধি: জেলেদের চাল আত্মসাতের দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ইউপি চেয়ারম্যান ও চার মেম্বার বরখাস্ত হয়েছেন।

বরখাস্তরা হলেন, বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ নেওয়াজ সেলিম, ১০নং নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুয়ায়ন গোলাম কবির এবং ১০নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবু হানিফ ও ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ হারুন আর রশিদ, সংরক্ষিত মহিলা মেম্বার  মোসাম্মদ রানী বেগম ও সাবিনা ইয়াসমিন পলি। ২রা জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, নিয়মবহির্ভূতভাবে মৎস্য ভিজিএফের চাল ৮০কেজির স্থলে ৬০কেজি করে জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও বালিয়াতলী ইউনিয়নের দুই গ্রামপুলিশকে জেলেদের চাল প্রদান করার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় উল্লেখিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের সুপারিশ এর ভিত্তিতে তাদেরকে বরখাস্ত করা হয়েছে।

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চিঠির ভিত্তিতে ইতোমধ্যেই উপজেলা নির্বাহী অফিসার কে চিঠি ইস্যু করেছেন। এখন থেকে দুটি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্যানেল চেয়ারম্যানগণ দায়িত্ব পালন করবেন বলে তিনি জানিয়েছেন।

/ জরা

বরগুনা ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট

MILI RANI RAHA Mobile: 01731341913 E-mail: joydeb6@gmail.com 20, Shar-e-Bangla Road, Barguna. Date of Birth: 06 December 1991 Father’s Name : Dipak Chandra Raha Mother’s Name: Purnima Rani Raha Blood Group: A- MA GPA-3.88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *