সিগনালম্যানের দায়িত্বহীনতায় বেনাপোলে মালবাহী ট্রেন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
যশোর-বেনাপোল রেল লাইনের দিঘীরপাড়ে শুক্রবার ভোররাতে মালবাহী ট্রেনের সাথে পাথর বোঝায় ট্রাকে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুমড়ে মুচড়ে গেছে ট্রাকটি। বন্ধ হয়ে গেছে বাইপাস সড়ক দিয়ে ট্রাকসহ বিভিন্ন পরিবহন চলাচল। তবে কেহ হতাহত হয়নি। গেইটে কোন সিগনালম্যান না থাকায় দূর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
রেল পুলিশ ও স্থানীয়রা জানান, ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ বোঝাই একটি মালবাহী ট্রেন শুক্রবার ভোররাতে বেনাপোল থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যায়। যশোর-বেনাপোল রেল লাইনের দিঘীরপাড় এলাকায় ট্রেনটি পৌছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে রেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকটি ট্রেনের নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায়। দ্রুত ট্রেন থেকে ঝাপিয়ে পড়ে জীবন রক্ষা করে ট্রাকের চালক ও হেলপার। রেল লাইনের অধিকাংশ এলাকায় সিগন্যাল ম্যানের দায়িত্বহীনতার কারনে একের পর হাতাহত ও দূর্ঘটনা ঘটার অভিযোগ তোলেন স্থানীয়রা।
বেনাপোল রেল পুলিশ-ষ্টেশন ইনচার্জ এস আই আলতাফ হোসেন জানান, দূর্ঘটনা স্থলে এসে রেলটি উদ্ধারে চেষ্টা করা হচ্ছে। একটি উদ্ধার ট্রেন ঘটনাস্থলে আসছে। কয়েক ঘন্টার মধ্যে যোগাযোগ স্বাভাবিক হতে পারে বলে জানান রেল পুলিশ।
/ মোজাহো