দেশব্যাপীজীবনশৈলীস্বাস্থ্য এবং চিকিৎসাশিরোনামসব খবর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইউএনও সহ মোট করোনা আক্রান্ত ১৮

রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলামসহ মোট ১৮ জনের  করোনা শনাক্ত হয়েছে।

উপজেলায়ে এ যাবত কালে এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে উপজেলাটিতে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। শনিবার সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার এ তথ্য নিশ্চিত করে  বলেন, এ পর্যন্ত চিকিৎসকসহ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৪ জন। ৬ জন বাইরে থেকে আক্রান্ত হয়ে এসেছে। ৩ জন মারা গেছেন। ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার, বালিয়াকান্দি হাসপাতালের চিকিৎসক, পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্টাফ ও বালিয়াকান্দি সদর ইউনিয়নের পুর্বমৌকুড়ী গ্রামের একসহ মোট ১৮জন।

তিনি আরো জানান, ইতোমধ্যে বালিয়াকান্দি হাসপাতালের একাধিক চিকিৎসক আক্রান্ত হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক জরুরী সেবা ব্যতিত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনাকালেও আমরা সেবার সর্বোচ্চটুকু দিয়েছি। চিকিৎসহ নানাবিধ সংকট থাকার পরেও সেবার কোন ঘটতি ছিলোনা হাসপাতালটিতে। এটি বালিয়াকান্দিবাসীর জন্য দু:খজনক খবর বলেও তিনি জানান।

 এদিকে রাজবাড়ীতে আজ ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বালিয়াকান্দির ইউএনও ও ৬ জন চিকিৎসক এবং ৭ জন স্বাস্থ্যকর্মী রয়েছে। জেলায় একদিনে ৫৪ জনের করোনা শনাক্ত এটিই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০৬ জনে। এর মধ্যে ৬৯ জন সুস্থ্য হয়েছেন এবং ২ জন মারা গেছে।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২০    জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৪২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৪০ জন।

এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮ হাজার ৭৭৫জনে। আজ নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ১৪০৩১ টি যা গতদিনেও ছিল ১৫ হাজার ৪৫টি। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৭৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৪ হাজার ৩২টি।

এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৯৬ হাজার ৫৭৯টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪০ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ আট হাজার ৭৭৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৪২৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৪৮ জন।

সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৩ হাজার ৯৯৩ জন।

/ আই

রাজবাড়ী ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট

Ashraful Islam Emran Cell: 01755-084597, 01869-724474 Email: khanemran472@gmail.com Academic Qualification: HSC 2015 Father’ Name: Arshed Ali Mother’s Name: Parvin Akter Date of Birth: 07-01-1993 Blood Group: o+ (ve) Vill-Kurshi, PO: Padamdi, Upazila-Baliakandi, Rajbari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *