চারঘাটে করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু
রাজশাহীর চারঘাটে করোনার থাবা ক্রমশ বাড়ছে। এতোদিন মৃত্যুর ঘটনা না ঘটলেও সোমবার সকালে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে একজন। করোনা আক্রান্ত মৃত ব্যক্তির নাম মুনসুর রহমান (৫২)। তিনি উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
জানা গেছে মৃত মুনসুর রহমান গত ৬ই জুন করোনা আক্রান্ত হয়ে বাসায় হোমকোয়ারাইন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। সেইসাথে আগে থেকে তার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকস, হার্টের সমস্যাসহ বিভিন্ন জটিল অসুখে ভুগছিলেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: আশিকুর রহমান। সোমবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে তার নিজ বাড়িতে মারা যান।
সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু বলেন, মুনসুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় তিনি বলেন মুনসুর রহমান করোনা পাশাপাশি বিভিন্ন রোগে ভুগছিলেন বলে পরিবার পক্ষ থেকে জানা গেছে।করোনা প্রতিরোধে এলাকাবাসীকে সার্বিক সর্তক থাকার আহবান জানিয়েছেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: আশিকুর রহমান বলেন, ২ জুন তার নমুনা সংগ্রহ কওে রাজশাহী ল্যাবে পাঠানো হলে তার শরীওে করোনায় পজিটিভ পাওয়া যায়। তারপওে স্থাস্থ্য বিধি অনুযায়ী তার নিজ বাড়িতে তাকে ১৪ দিন হোমকোয়ারেন্টাইনে রাখা হয়। তার মেয়াদ ২৪ ঘন্টা আগে শেষ হয়েছে। সোমবার ভোর ৫টায় তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। ডাঃ আশিকুর রহমান আরো বলেন করোনার পাশাপাশি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
দাফন সম্পন্ন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এবিষয়ে ইসলামিক ফাউন্ডেশনকে জানানো হয়েছে এবং রাজশাহী থেকে প্রতিনিধি দল এসে দুপুরে জানাযা শেষে ঝিকরা কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন হয়েছে বলে জানান।
/ নইবা