জাতীয়পরিবেশ ও সমাজজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

দ্যা বাংলা ওয়াল এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

আসসালামু আলাইকুম। আজ “দ্যা বাংলা ওয়াল” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বর্ষে পদার্পণ ৷

দ্য ওয়ালের আজ জন্মদিন। এই শুভদিনে কিছু কথা।

আজকের এই দিনে এখানে কর্মরত সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী, পাঠকবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী’সহ আপনাদের সকলকে জানাই

প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা, অভিবাদন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।

চারঘাটে গোন্ডেল জিপিএ-৫ প্রাপ্ত পুলিশ সদস্য সন্তানদের সংবর্ধনা দেন মডেল থানা

আপনাদের সবার সহযোগিতা আর অংশগ্রহণ নিয়েই আজ আমরা এতদূর এসেছি।

২৭ জুন ২০১৯ইং সালে অনলাইন নিউজ পোর্টাল হিসাবে সংবাদ প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করে “দ্যা বাংলা ওয়াল”৷

“দ্যা বাংলা ওয়াল” শুরু থেকে পাঠকের ভালোবাসায় সিক্ত।

আমরা এ কথা ভেবে আপ্লুুত যে, “দ্যা বাংলা ওয়াল” এর পাঠকসংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে।

সূচনা থেকেই “দ্যা বাংলা ওয়াল” প্রকাশের মূল লক্ষ্য হচ্ছে, সৃজনশীল লেখক-লেখিকা ও পাঠক সংখ্যা বৃদ্ধি করা।

কেননা প্রযুক্তির ছোঁয়ায় বর্তমান প্রজন্মের ব্যাপক অংশ ইন্টারনেট, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের

প্রতি ঝুঁকেছে ৷ এই প্রজন্মকে সঠিক ভাবে কাজে লাগাতে মফস্বলসহ দেশের সকল এলাকার মানুষকে

ডিজিটাল মিডিয়ায় পড়ার অভ্যাস সৃষ্টি করা এবং প্রতিভাবান লেখক-লেখিকাদের সুযোগ দেওয়ার পাশাপাশি সামাজিক ও

রাষ্ট্রীয় কাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখার লক্ষ্যে “দ্যা বাংলা ওয়াল” প্রতিষ্ঠিত৷

শুরুতেই শত প্রতিকূলতা উপেক্ষা করে “দ্যা বাংলা ওয়াল” প্রকাশ করা ছিল দুঃসাহসী এক অভিযান।

অপপ্রচারে কান দেবেন না : প্রধানমন্ত্রী

দ্যা বাংলা ওয়াল এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুঃসাহসী ওই যাত্রায় যারা আমাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি রইলো আন্তরিক কৃতঙ্গতা।

“দ্যা বাংলা ওয়াল” কারো কোনো মুখপত্র নয়, জনগণের পক্ষে কোনো সত্য উচ্চারণে শঙ্কিতও নয়;

এখানে সংশ্লিষ্ঠ সকলে সৎ ও সাহসী সাংবাদিকতা, পেশাদারি দক্ষতা ও উৎকর্ষ অর্জনে সব সময় সচেষ্ট ও পরিবর্তনের সহযোগী।

আমরা গণতন্ত্র আর মুক্তিযুদ্ধের পক্ষের মূল্যবোধকে ধারণ করি, নারী-শিশুর অধিকার, আদিবাসী ও সংখ্যালঘু অধিকারের পক্ষে

জোরালো ভূমিকা রাখর সব লক্ষ্যে অবিচল। আমরা বিশ্বাস করি সামাজিক ও রাষ্ট্রীয় কাজে “দ্যা বাংলা ওয়াল” এর

সকল কার্যক্রম উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

আজ কঞ্জুস নাটকের ৭২০তম প্রদর্শনী

সমাজের সংবাদ ও সাহিত্য প্রেমী ও সমাজ সেবায় নিবেদিত ব্যক্তির প্রতি অনুরোধ থাকবে

দ্যা বাংলা ওয়ালের পথচলার বন্ধু হয়ে পাশে থাকবেন।

আসুন আমরা সবাই মিলে সমাজ ও দেশ সেবায় অংশগ্রহণ করি।

যাঁরা এখনও “দ্যা বাংলা ওয়াল” এর ফেসবুক পেজটি লাইক করেননি,

তাঁদের অনুরোধ ঠিক সময়ে সঠিক খবর পেতে, লাইক করে রাখুন পেজটি।

সবাইকে আবারো ধন্যবাদ।

তারিক তাবিব
ব্যবস্থাপনা সম্পাদক
দ্যা বাংলা ওয়াল

http://shopno-tv.com

One thought on “দ্যা বাংলা ওয়াল এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *