জীবনশৈলীস্বাস্থ্য এবং চিকিৎসাশিরোনামসব খবর

চট্টগ্রামে ২৪ ঘন্টায় আরও ২২০ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ২, মোট আক্রান্ত ৯৮৮৮

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতু করে আরও ২২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে নগরীতে ১৬২ জন ও ৫৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৯৮৮৮ জন।

রোববার (৫ জুলাই) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানিয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরীতে ও উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১৪ জন, সিভাসুতে ২০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৯৩ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে (প্রতিবেদন পায়নি সিভিল সার্জন অফিস ), শেভরণ ল্যাবে ৮৩ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০০ জনের শরীরে করোনায়  আক্রান্ত হয়েছে।

তিনি আরও বলেন, শনিবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ১০৫০ টি। এর মধ্যে ১৪১ টি বিআইটিআইডিতে, ২০৩ টি সিভাসুতে, ৪৪৮ টি চমেকে, ৫১ টি চবিততে ২০৪ টি, শেভরণ ল্যাবে এবং ৩ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫৮ জনের মধ্যে লোহাগাড়ার ৩, সাতকানিয়ার ৩, বাঁশখালীর ১, আনোয়ারার ৩, চন্দনাইশের ২, পটিয়ার ৮, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ৪, ফটিকছড়ির ২, হাটহাজারীর ১৪, মিরসরাইয়ের ১৩ ও সীতাকুণ্ডের ১ জন আছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১৮৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১০৯৫ জন।

/ জুব

চট্টগ্রাম আদালত করেসপনডেন্ট

Md. Ali Akber, MSS, LLB Address: Annex Bhaban-l, Courthill, Chittagong. Mobile- 01812-023581, 01875941167 Father Nurul Islam Mother Mrs. Moslema Khatun. Date of Birth 10/10/1993 Permanent Address: Vill- Mollick Sobhan, PO. Padua, PS Lohagora, Dist. Chittagong Trainee Lawyer at Chittagong Judge Court. Working as a Reporter in Daily Sangu. Chittagong. Worked as a Reporter in Daily Amader Chattagram. Chittagong. Worked at The Daily Muktabani, Dhaka. Worked Daily Priyo Chattagram, Chittagong. Worked Daily Amar Praner Bangladesh, Dhaka. Working as a Reporter in Ain Kantho. Chittagong

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *