দেশব্যাপীব্যবসা বাণিজ্যজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

নড়াইলে করোনায় প্রতিরোধে কুরবানী হাট মোবাইল অ্যাপস উদ্বোধন

নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে নড়াইলে কুরবানী হাট মোবাইল অ্যাপস্ ও ওয়েভ সাইটের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধাণ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কুরবানী হাট মোবাইল অ্যাপস্ ও ওয়েভ সাইটের উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সে জানানো হয়, এ অ্যাপস্ এর মাধ্যমে ঘরে বসেই পশু কেনা-বেচা করা যাবে।

ভিডিও কনফারেন্সে অন্যান্যের মধ্যে যুক্ত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফি বিন মোর্ত্তজা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ, খুলনা বিভাগীয় কমিশনার ড. মো: আনোয়ার হোসেন হাওলাদার, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমূখ।

অনলাইনে কেনা-বেচার ক্ষেত্রে মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে, অনেকেরই আশংকা থাকতে পারে এ ক্ষেত্রেও তার ব্যাত্যয় ঘটবে না।

জেলা প্রশাসক আনজুমান আরা জানিয়েছেন, নড়াইল কুরবানীর হাট অ্যাপস এর মাধ্যমে কেনা-বেচায় কোন ব্যক্তি প্রতারিত হবেন না। কারণ, জেলা প্রশাসন ও জেলা পুলিশ সরাসরি বিষয়টি মনিটরিং করবে।

/ শুস

নড়াইল ডিষ্ট্রিক্ট করেসপনডেন্ট

Goutam kumar sarkar (Shuvo) Father: Kamalesh Chandra Sarkar. Mother: Ava Rani Sarkar. Date of birth : 14/08/1992. National ID No: 19926515231000065. Cell: +8801617-428342/ 01736926888 shuvosarkar140891@gmail.com BA Pass (3 years) Present Address Village: Kurigram, PO: Ratangonj, PS: Narail Sadar, Narail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *