যবিপ্রবিতে ৮০ জনের করোনা পজেটিভ, নেগেটিভ ১৩৮
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ৪ জেলার ২১৮ জনের নমুনা পরীক্ষায় ৮০ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বাকি ১৩৮ জনের শরীরে কোভিডের জীবাণু পাওয়া যায়নি। রোববারসকালে এই ফলাফল প্রকাশ করেছেন যবিপ্রবি কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানিয়েছেন,যশোর জেলার ৩২ নমুনা পরীক্ষা করে ১৫ জনের, মাগুরা জেলার ১২ নমুনা পরীক্ষা করে ১ জনের, বাগেরহাট জেলার ৮০ নমুনা পরীক্ষা করে ২০ জনের ও সাতক্ষীরা জেলার ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের শরীরে কোভিডের অস্তিত্ব পাওয়া গেছে।
সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কাছে ফলাফল মেইলে পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা তারা গ্রহণ করবেন।
/ বিহো