পাখির ছানা! ধরতে মানা
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতাঃ সুন্দর ফুটফুটে কয়েকটি পাখির ছানা একটি বাসায়।
খাবারের জন্য কিচিরমিচির করতে থাকা। মা পাখিটি খাবার নিয়ে আসার পরপরই তাঁদের দুঠোট মেলে দেয়া।
খাবার খাওয়া শেষে বাচ্চা পাখির ছানাগুলো চুপচাপ বাসায় অবস্থান নেয়া। এই মনোরম দৃশ্য চোখে পড়ার মতো।
বাচ্চাদের খাবার খাওয়ানো শেষ হলেই পুনরায় মা পাখিটি খাবার সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে।
প্রকৃতির এক সুন্দর নিয়ম মেনে জীবন যাপন করছে তাঁরা।
ছবিটি গাজীপুরের শ্রীপুর প্রহলাদপুর এলাকার একটি বন থেকে তোলা।
/ জুরা