মণিরামপুরে যৌতুক না পেয়ে গৃহবধুকে হত্যার চেষ্টা
যশোরের মণিরামপুরে যৌতুকের টাকা দিতে না পারায় মারপিটের শিকার হয়ে হাসপাতালের বেডে গৃহবধ শাকিলা (২৪)।
স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ির মিলে তাকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে শাকিলার অভিযোগ।
বুধবার উপজেলার নাদড়া গ্রামে ঘটনাটি ঘটে। শাকিলা ওই গ্রামের রাশিদুর রহমান ওরফে টিটোর স্ত্রী।
শাকিলা জানিয়েছেন, ১০বছর আগে টিটোর সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময় নানা অজুহাতে শাকিলার বাবার কাছ থেকে টাকা নেয় টিটো।
সর্বশেষ চলতি মাসে বাড়ি করার জন্য ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন।
এই টাকা আমার পিতা দিতে না পারায় স্বামী টিটো, শ্বশুর আব্দুল মান্নান ও শ্বাশুড়ি রোকেয়া মিলে আমাকে মারপিট জখম করে।
এসময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আমাকে হত্যার চেষ্টায় ব্যর্থ হয়।
বিষয়টি মুঠোফোনে আমার পিতাকে জানায়।
পরে আমার পিতা ও ভাই আমাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
এই ঘটনায় স্বামী শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন আহত শাকিলা।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানিয়েছেন, আহত শাকিলার অবস্থা গুরুতর।
ভর্তি করে চিকিৎসার জন্য তাকে সার্জারি ওয়ার্ডে পাঠিয়ে দেয়া হয়েছে।
/ বিহো