জাতীয়আইন- আদালতজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

দেবহাটা উপজেলা একটি মাছের ঘের থেকে সাহেদ করিমকে আটক করে র‌্যাব

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কেলেঙ্কারির হোতা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক সাহেদ করিমকে সাতক্ষীরার সীমান্ত এলাকা শাখরা কোমরপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব ৬ এর একটি বাহিনী।

বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর বেইলি ব্রিজের দক্ষিণ পাশে একটি মাছের ঘের থেকে সাহেদ করিমকে আটক করে র‌্যাব। সাহেদ করিম ভারতে পালিয়ে যাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীদের জানিয়েছেন খুলনা র‌্যাব ৬ এর সদস্যরা।

খুলনা র‌্যাব ৬ সাতক্ষীরা ক্যাম্পের ইনফরমেশন সেন্টার থেকে সায়েদ করিমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছ, ঢাকা থেকে হেলিকপ্টার এসে সাহেদকে নিয়ে যাবে সাতক্ষীরা স্টেডিয়াম থেকে। এবং একটু পরেই সাতক্ষীরা স্টেডিয়ামে র‌্যাবের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হবে।

এর আগে গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরে রোগীদের সরিয়ে রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। গ্রেফতার করা হয় আটজনকে। গত রাতে সাহেদের প্রতারণা কাজের অন্যতম সহযোগী রিজেন্ট গ্রুপটির এমডি ও র‌্যাবের করা মামলার ২ নং আসামি মাসুদ পারভেজকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়।

সাহেদের বিরুদ্ধে ঢাকা কোর্টের একটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে সাতক্ষীরা থানায়। ওই মামলার সাজাপ্রাপ্ত আসামি সাহেদ। তবে তিনি এতদিন পুলিশের খাতায় পলাতক ছিলেন।

/ মিলি রানী রাহা, বরগুনা জেলা প্রতিনিধি
/ এমডি আরাফাত আলী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *