সাত স্বাস্থ্যকর্মীসহ নওগাঁয় ৪২ জনের করোনা শনাক্ত
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে (কভিড-১৯) নওগাঁয় নতুন করে সাত স্বাস্থ্যকর্মীসহ আরও ৪২ জনের শরীরে এই রোগটি শনাক্ত হয়েছে।
নতুন রোগীদের নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ৭৩৮ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫১৪ জন। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন এগারোজন।
জেলার ৯টি উপজেলায় নতুন শনাক্ত ৪২ জনের মধ্যে সদরের ছয়জন, সাপাহারের পাঁচ স্বাস্থ্যকর্মীসহ বারোজন, পোরশার এক স্বাস্থ্যকর্মীসহ দশজন, নিয়ামতপুরের একই পরিবারের তিনজনসহ চারজন, পত্নীতলার এক স্বাস্থ্যকর্মীসহ দুইজন, বদলগাছীর দুইজন, মান্দার দুইজন, রাণীনগরের একজন, ধামইরহাটের একজন ও আত্রাইয়ের একজন রোগী রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁর সিভিল সার্জন অফিসার ডা. আখতারুজ্জামান আলাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ দুপুরে এক ই-মেইলে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিসার্চ সেন্টার ল্যাব থেকে ২৯৪টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। নমুনা পরীক্ষার মধ্যে ৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে।
জেলায় এক দিনে মোট সাতজন স্বাস্থ্যকর্মীর মধ্যে-সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, একজন এক্স-রে টেকনোলজিস্ট, দুজন কমিউনিটি হেলথ প্রোভাইডার ও একজন সেবিকা রয়েছেন।
এছাড়া পোরশা ও পতœীতলা উপজেলায় একজন করে সহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।
জেলায় গত ২৩ এপ্রিল রাণীনগর উপজেলায় এক স্বাস্থ্যকর্মী সর্বপ্রথম এই রোগে আক্রান্ত হয়েছিলেন।
/ আজু