দেশব্যাপীপরিবেশ ও সমাজজীবনশৈলীসাহিত্যশিরোনামসর্বশেষসব খবর

নতুন সা‌জে প্রকৃ‌তি, শ্রাবণ মানেই বৃষ্টি

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতাঃ

নতুন সা‌জে প্রকৃ‌তি

শ্রাবণ মানেই বৃষ্টির কথা মনে পড়া।

শ্রাবণ মানেই মনের সব ইচ্ছা পূরণ করা।

শ্রাবণ মানেই অঝোড় ধারা।

শ্রাবণ মানেই থেমে থেমে বৃষ্টি পড়া।

শ্রাবণ মাস হলো সময় গণনার একটি একক।

শ্রাবণ মাসকে চন্দ্র মাসও বলা হয়।

আর এই মাসেই প্রকৃতি সেজেছে নতুন সাজে।

বর্ষা শেষ হতে না হতেই প্রকৃতি মেতেছে নতুন পাতা গজার খেলায়।

গাছে গাছে ফুটেছে নানান ফুল।

গাছে গাছে ফুলের আনাগোনা।

ফুল নারীদের অনেক প্রিয়।

তবে ফুল প্রিয় অনেক পুরুষও রয়েছে।

গাজীপুরের ভাওয়াল গজারী বনের দরগারচালা এলাকায় প্রকৃতির নতুন সাজ  চোখে পড়ার মত।

বঙ্গমাতার জন্মদিনে বৃক্ষরোপন করলেন ডিসি

রংপুরে পালিত হলো বঙ্গমাতার জন্মবার্ষিকী

তাছাড়া বাড়ীর আঙ্গিনায় ফোটে ওঠেছে নানান ফুল।

ভুঁই চাঁপা ফুল। গ্রামে একে সবাই পিঁয়াজ ফুল নামে চিনে।

এ ফুল  বছরে একবার ফুল ফোটে, বর্ষাকালে। পাতার রং সবুজ।

সব লিলিই ভূঁই ফোড় শ্রেনীর কারন এই ধরনের ফুল গাছের ডাল থেকে হয় না, মাটি ফুঁড়ে ফুলের স্টিক বের হয়।

এদের ফুল সাদা, হলুদ ও গোলাপী রঙের হতে পারে।ফুলের ফলন খুব ভাল হলে পাপড়ি সাত থেকে আটটি হতে পারে।

ফুলের স্ত্রী মন্ডুটির রং সবুজ আর পুরুষ গুলোর রং হলুদ হয়।

মাটির নিচে পেঁয়াজের মত দেখতে কন্দ হয়। আর কন্দ থেকেই বংশ বৃদ্ধি করে।

সারা বছরে একবারই ফুল ফোটে। বীজ থেকে বংশ বৃদ্ধি হয়।

/ ররা

http://shopno-tv.com

2 thoughts on “নতুন সা‌জে প্রকৃ‌তি, শ্রাবণ মানেই বৃষ্টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *