স্বাস্থ্য বিধি মেনে সুনামগঞ্জে ৩৫টি অস্হায়ী পশুর হাট বসবে
সুনামগঞ্জ জেলায় স্বাস্থ্য বিধি মেনে ১১টি উপজেলা ও ৪টি পৌরসভায় মোট ৩৫টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান স্বাস্থ্য বিধি মেনে পশুর হাট চালাতে হবে।
ক্রেতা বিক্রেতা উভয় কে মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব সহ অন্যান্য সকল নিয়ম কানুন মেনে চলতে হবে।
অনুমোদিত পশুর হাটগুলো হচ্ছে, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর, নয়া বন্দর বাজার, বড় ফেচি বাজার, পল্লীগাঁও বাজার, ইনাতগঞ্জ বাজার,
দাওরাই বাজার, গোবিন্দ বাজার, কেউন বাড়ি বাজার, মিরপুর বাজার, অর্জুন মার্কেট খালিশা, শান্তিগঞ্জ বাজার।
সুনামগঞ্জ সদর ব্রাহ্মন গাঁও বাজার, বালাকানদা বাজার, চৌমুহনী বাজার ও নৈগাং বাজার।
বিশ্বম্ভর পুর উপজেলার শক্তিয়ার খলা বাজার, পলাশ বাজার, ধনপুর বাজার, সাতগাঁও বাজার, দুলভারচর বাজার।
ছাতক উপজেলার সোনালি বাংলাবাজার হাসনাবাদ বাজার, ইসলাম গঞ্জ বাজার মরাগাং, চৌমুহনী বাজার।
বিয়ে নিয়ে প্রতারণা, সেবিকার ধর্ষণ মামলায় কথিত বর আটক
দিরাই উপজেলার আকিল শাহ বাজার।
শাললা উপজেলার অফিসার্স ক্লাব সংলগ্ন মাঠ,উজান গাও কাওছার খেলার মাঠ।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভমভমি বাজার, নতুন বাংলা বাজার, জগন্নাথ পুর পৌরসভার জগন্নাথ পুর বাজার, ভবের বাজার, কেশবপুর বাজার।
দিরাই হেলিপ্যাড মাঠ, তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজার, জামালগঞ্জ মান্নান ঘাট বাজার, সুনামগঞ্জ সদরে আবদুজ জহুর সেতুর
পশ্চিম পাড় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে স্বাস্থ্য বিধি মেনেপরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
/ মোআসা
