ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন
পরিবেশ অধিদপ্তর কর্তৃক নড়াইলের কালিয়ায় বে-আইনিভাবে মেসার্স সস্তী এন্টার প্রাইজের ইট ভাটা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ অধিদপ্তর কর্তৃক নড়াইলের কালিয়া উপজেলার বড়নালের বিলবাদুড়িয়া গ্রামে অবস্থিত মেসার্স সস্তী এন্টার প্রাইজ ব্রিক,হাওয়া জিকঝাক,
চিপ্নী ক্লিন সহ যাবতীয় মালামাল বে-আইনিভাবে ভাংচুরের প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রংপুরে জরিমানাসহ ২’টি ক্লিনিক সিলগালা,আটক-১
রবিবার বেলা সাড়ে ১০টায় নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের বিলদুড়িয়ায় গ্রামে মেসার্স সস্তী এন্টার প্রাইজের ইট ভাটা চত্বরে এ মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী অংশগ্রহন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেসার্স সস্তী এন্টার প্রাইজের সত্ত¡াধিকারী ফজিলা তুন্নেছা জানান, আমার মেসার্স সস্তী ব্রিক ফিল্টি ১২০ ফিট চিমনি বিশিষ্ট ভাটা ছিলো।
গত ২২/০৭/২০২০ তারিখ পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আহমেদ জিয়াউর রহমান ও পরিবেশ অধিদপ্তর,
রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রদান
যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ কামরুজ্জামান সরকার এর যৌথ অভিযানে বে-আইনি ভাবে আমার সকল কাগজপত্র সঠিক থাকা সত্তে¡ও কোন নোটিশ
ছাড়াই কোন কাগজ পত্র না দেখে আমার তিলতিল করে গড়া এ ভাটা ভেঙ্গে দেয়।
আমি একজন প্রতিবন্ধি, এতে আমার ৭০ থেকে ৮০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এঅনৈতিক অভিযান প্রক্রিয়ার সাথে জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠ তদন্তের দাবী জানান।
/ শুস
