বেনাপোলে ছোট ভাইয়ের গুলিতে বড় ভাই নিহত : অস্ত্র-গুলিসহ ছোট ভাই আটক
পারিবারিক কলহের জের ধরে যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামে আজ বুধবার সকালে ছোট ভাই আমজাদ হোসেন মিশার (২৪) ছোড়া গুলিতে বড় ভাই রাসেল হোসেন (৩২) নিহত হয়েছেন।

নিহত রাসেল ও আটক আমজাদ ওই গ্রামের ইদ্রিস আলীর পুত্র।
ছোট ভাই আমজাদ হোসেনকে একটি পিস্তল তিন রাউন্ড গুলি ও একটি চাকুসহ আটক করেছে থানা পুলিশ।
নিহতের চাচা আব্দুল করিম বলেন, মঙ্গলবার রাত ৮ টার দিকে আমজাদ তার বড় ভাই রাসেল এর কাছে ২০ হাজার টাকা দাবি করে।
এ নিয়ে দুই ভাই কথা কাটাকাটি হয়।
খোকসা খেয়াঘাটে ব্যাপক অনিয়ম, নৌকা পারাপারে ভোগান্তীর দুরভোগ চরমে
বুধবার সকাল ১০টার সময় আবার সে রাসেল এর কাছে টাকা দাবি করে।
রাসেল টাকা দিতে অস্বীকার করলে আমজাদ তার গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে।
পরে রাসেলকে বুরুজ বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে নিহত রাসেল ও মিশার মধ্যে পারিবারিক কলহ বাধে।
একপর্যায়ে ছোট ভাই মিশা ঘর থেকে পিস্তল বের করে বড় ভাই রাসেলকে লক্ষ্য করে গুলি ছুড়লে রাসেল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
ভারত থেকে বেনাপোল বন্দরে এলো ৫১টি পিকআপ ভ্যান
পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গ্রাম থেকে ঘাতক আমজাদ হোসেন মিশাকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চাকুসহ তাকে আটক করেছেন।
লাশ ময়নাাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
থানায় মামলার প্রস্তুুতি চলছে।
/ মোজাহো

Pingback: ১৮৯ বোতল ফেন্সিডিলসহ বেনাপোলে গ্রেপ্তার-২ - দ্যা বাংলা ওয়াল