ঐতিহ্য সংরক্ষণে নাগরপুরের শিক্ষার্থীরা
ঐতিহ্য সংরক্ষণে নাগরপুরের শিক্ষার্থীরা এগিয়ে এসেছে।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী উপেন্দ্র সরবর (দিঘী) এর পাড় অনেক দিন যাবৎ ভাঙ্গা ছিলো।
ফলে প্রাতিনিয়ত দূর্ঘটনা ঘটনায় কবলিত হতো, আগত পর্যটকেরা।
গতকাল উপজেলার একদল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ যুবকেরা উদ্যোগ নিয়ে পাড়টি সংস্কার করেছে।
রংপুরে নতুন করে ৫০ জনের করোনা পজেটিভ
এদের মধ্যে তমাল, ইমন, মনি, সজিব, ফাহাদ, রবিন, শামিম, ইমরান, উজ্জল।
এছাড়াও দিঘী সংলগ্ন এলাকার অনেকেই যুবকদের কাজ দেখে উৎসাহিত হয়ে সাহায্য করতে এগিয়ে আসেন।
মোট আক্রান্ত ১৪৫০৬ জন চট্টগ্রামে
সকলের সারাদিনের অক্লান্ত পরিশ্রমে দিঘীর পাড়টি মেরামত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
তারা ঐতিহ্য সংরক্ষণে এগিয়ে এসে সুনাগরিকের দায়িত্বগুলো স্মরণ করিয়ে দিয়েছে।
ঐতিহ্য সংরক্ষণে নাগরপুরের শিক্ষার্থীরা এভাবে এগিয়ে আসায় স্থানীয়রা অনেক খুশি এবং আশা করে এভাবেই
সকলে কাধে কাধ মিলিয়ে ভবিষ্যতেও কাজ করে দেশ মাত্রিকার মুখ উজ্জ্বল করবে।
/ মোজরলু

Pingback: সিরাজগঞ্জের কামারখন্দে মাদক ব্যবসায়ী গ্রেফতার : র্যাব-১২ - দ্যা বাংলা ওয়াল
Pingback: কালিয়ার দেওয়াডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ - দ্যা বাংলা ওয়াল