অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান শুরু
অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান শুরু করেছে জেলা ট্রাফিক পুলিশ।
কুষ্টিয়া রাজবাড়ী সড়কে অতিরিক্ত ভাড়া আদায় জরিমানা -১০, এছাড়াও কুষ্টিয়া কুমারখালী খোকসা পাংশা রাজবাড়ী
করোনা ভাইরাস প্রতিরোধে গণপরিবহনে স্বাস্থ্য বিধি মেনে চলা ও
সকাল থেকে দুপুর পযর্ন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
রংপুরের গংগাচড়ার আবদুল হালিম ৬৩ বছরে চালান রিকশা
সেসময় বিভিন্ন রুটের গাড়ি গতিরোধ করে সচেতন করা ও
অতিরিক্ত ভাড়ার ও যাত্রী বহনের দয়ে সুপারভাইজারদের প্রথমবারের মতো সাবধান করা হয়।
এ অভিযান পরিচালনা করেন এক যোগে কুষ্টিয়া কুমারখালী খোকসা পাংশা ও রাজবাড়ী থানার কর্মকর্তারা।
এ সময় কয় একটা গনপরিবহনে ভাড়া বেশি নেওয়ার দায়ে জরিমানা করাহয়।
আগামীতেও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান অব্যহত থাকবে বলে জানান এ এলাকার কর্তবরত আইন শৃঙ্খলা বাহিনি।
/ জুখা

Pingback: রাজবাড়ীতে ১৫ লিটার মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক - দ্যা বাংলা ওয়াল
Pingback: শার্শায় উপজেলা যুবলীগের বর্ধিত সভা - দ্যা বাংলা ওয়াল