সাতক্ষীরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূ খুন আটক-৩
সাতক্ষীরায় কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারী নিহত হয়েছে।
বুধবার বেলা ২টার দিকে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত সখিনা খাতুন (৩৫) ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহতের মেয়ে রাজিয়া (১৮)। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
হত্যার দায়ে আটককৃত হলেন মর্জিনা খাতুন (৩৭), তার স্বামী ইমানুর রহমান ঝন্টু (৪৫) ও তার ছেলে জাহিদ হাসান(১৩)।
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
স্থানীয়রা জানায়, সখিনার বাড়িতে থাকতো তার মেয়ে ও জামাতা। এ ঘটনায় তার ভাশুরের ছেলে ও তার মা মর্জিনার সাথে পারিবারিক কলহ বাঁধে।
এ সময় উভয়ের পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয় সখিনা খাতুন ও তার মেয়ে রাজিয়াকে।
আন্তর্জাতিক ওয়েবিনারে ইবি উপাচার্যের অংশগ্রহণ
এসময় ঘটনাস্থলেই নিহত হয় সখিনা খাতুন। মারাত্মক আহত হওয়া রাজিয়াকে সংজ্ঞাহীন অবস্থায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
এছাড়া হত্যার দায়ে তিনজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
সাতক্ষীরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূ খুন নিয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
/ এমডিআআ
Pingback: মাধবপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ি আটক - দ্যা বাংলা ওয়াল
Pingback: অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিনে আগুন - দ্যা বাংলা ওয়াল