সাতক্ষীরার আলোচিত হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট
সাতক্ষীরার তালা উপজেলায় আলোচিত লুৎফর নিকারীকে হত্যাকাণ্ডের ঘটনায় ময়না তদন্তের রিপোর্টে দেওয়া হয়েছে স্ট্রোকে মৃত্যু।
বৃহস্পতিবার এই রিপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত।
নিহতের পরিবারের অভিযোগ, ২৫ লাখ টাকার বিনিময়ে ময়না তদন্ত রিপোর্ট পাল্টে দেওয়া হয়েছে।
হত্যা কাহত্যাকাণ্ডটি স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে অপরাধীকে বাঁচানোর চেষ্টা চলছে।
হত্যা মামলাটির বাদী তালা সদরের জেয়ালানলতা গ্রামের লুৎফর নিকারীর ছেলে সেলিম নিকারী জানান,
আমি সোমবার রাত সাড়ে ৯টার দিকে সরকারি খালে মাছ ধরছিলাম।
সেখান থেকে মশিয়ার রহমানের সহযোগী রনি ঘেরের বাঁধের উপর ধরে নিয়ে আসে।
এরপর মাছ চুরির অভিযোগ তুলে সরদার মশিয়ার, তুহিন শেখ ও রনি গলায় গামছা পেচিয়ে হত্যার চেষ্টা করে।
সংস্কারের অভাবে বিলুপ্তি প্রায় নওগাঁর দুবলহাটি রাজবাড়ি
ঘটনাটি আমার বাবা লুৎফর নিকারী আমাকে বাঁচাতে ঘটনা স্থানে আসে।
ঘটনাস্থলে উপস্থিত হলে আমার বাবার বুকে সজোরে লাথি মারে সরদার মশিয়ার।
বাবা খালের মধ্যে পড়ে যায়। এরপর গ্রামবাসীরা ছুটে আসলে রনি, সরদার মশিয়ার ও তুহিন শেখ পালিয়ে যায়।
পরে গ্রামবাসীরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষনা করেন।
তিনি বলেন, এখন শুনছি ২৫ লাখ টাকা দিয়ে সব ম্যানেজ করে ফেলেছে।
আমার বাবা নাকি স্ট্রোক করে মারা গেছে সেই ময়না তদন্ত রিপোর্ট দিয়েছে জেয়ালা নিকারী পাড়ার আবু হায়াত নিকারী বলেন,
মোটা অংকের টাকার বিনিময়ে হত্যাকান্ডটি ধামাচাপা দিতে চাই সন্ত্রাসী এই চক্র।
আমরা প্রধানমন্ত্রীর কাছে এদের বিচার চাই।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান,
সেলিম নিকারীকে মারপিট করার সময় তার বাবা লুৎফর নিকারী ঘটনাস্থলে যায়।
হবিগঞ্জে ৫৫৭ সুবিধাভোগীর হাতে ভাতার কার্ড বিতরণ
সেখানে বুকে লাথি মারলে সে পড়ে যায়। এরপর স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করে।
এ ঘটনায় তিনজনকে আসামী করে একটি হত্যা মামলা হয়েছে।
মামলায় সরদার মশিয়ার গ্রেফতার অপর দুই আসামীকে গ্রেফতারে অভিযান চলছে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বলেন,
যেহেতু ঘটনাটি আলোচিত তাই পুলিশের চাহিদা মতে ময়না তদন্ত রিপোর্টটি আমরা দ্রুত দিয়ে দিয়েছি।
আমরা যেটা পেয়েছি তার স্ট্রোকে মৃত্যু হয়েছে।
সাতক্ষীরার আলোচিত হত্যাকাণ্ডের মোটা টাকার বিনিময়ে রিপোর্ট পাল্টে দেওয়া হয়েছে
এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, যদি কেউ পাল্টে দেয় তবে সে দায় তার।
/ জহাসা

Pingback: হবিগঞ্জের লাখাই উপজেলায় ১৩ ব্যক্তিকে জরিমানা - দ্যা বাংলা ওয়াল