সুনামগঞ্জে অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বাঙালির মুক্তির সনদ-৬ দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকীতে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গত ৭ই জুন ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও
বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৬-দফা’ বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আজ ২৬ আগস্ট,
সকাল সাড়ে ১০টায় পুরস্কার প্রদান ও সনদ বিতরণ করা হয়।
রংপুরের গংগাচড়ায় পরকীয়ার জেরে পাড়ি জমালেন স্ত্রী
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
অনুষ্ঠানের শুরুতেই মুজিববর্ষের থিম সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
সুনামগঞ্জে অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের
মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এমপি এবং সভাপতির বক্তব্য রাখেন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।
ঐতিহাসিক ৭ই জুন ৬ দফা দিবস উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের
১ম পুরস্কার হিসেবে ৩ লক্ষ টাকা, ২য় পুরস্কার ২ লক্ষ টাকা,
৩য় পুরস্কার ১ লক্ষ টাকা, ৪র্থ পুরস্কার ৫০ হাজার টাকা, ৫ম পুরস্কার ২৫ হাজার টাকা এবং
বিশেষ পুরস্কার (৯৫ জন) প্রতিটি ১০ হাজার টাকা প্রদান এবং মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদপত্র প্রদান করা হয়।
সুনামগঞ্জ জেলায় ৪জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করেন মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা প্রশাসক, সুনামগঞ্জ।
নিখোঁজ যুবকের মরদেহ মিলল নওগাঁর আত্রাই বিলে
এসময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন;
অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার;
অতিরিক্ত পুলিশ সুপার; বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সুনামগঞ্জ জেলার বিজয়ীরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার জনাব ননী ভূষণ তালুকদার;
দিরাই উপজেলার জনাব কিশোর দে; নিলাদ্রী রায় এবং শর্মী বনিক মুক্তা।
/ মোআসা
Pingback: সিনহা হত্যার দায় স্বীকার করলো এপিবিএন সদস্য - দ্যা বাংলা ওয়াল