চারঘাটে বসত বাড়ি দখল ও প্রাননাশের হুমকি
চারঘাটে জমি সংক্রান্ত জের ধরে বসত বাড়ি দখল ও প্রাননাশের হুমকি।
রাজশাহীর চারঘাট উপজেলায় জমি সংক্রান্ত জের ধরে বশত বাড়ি দখল ও প্রাননাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ধর্মহাটা গ্রামের মৃত: আবুল কাশেম শাহ এর ছেলে রাশেদুল ইসলাম লিখিত অভিযোগে বলেন তার পিতা মৃত্যুর আগে তার তিন ছেলে রফিকুল ইসলাম,
আকতারুজ্জামান ও রাশেদুল ইসলাম তিন ভাই নামে বাড়িভিটা রেজিষ্ট্রি করে দিয়ে যায়।
তারপর থেকে তিন ভাই মিলে বসবাস করে আসছিল। উক্ত সম্পত্তির উপর তিনভাই মিলে ঘর নির্মান করে।
রাশেদুল বলেন প্রায় এক বছর পৃর্বে তার বড় রফিকুল ছোট ভাইয়ের নির্মাণ করা ঘর দখলের চেষ্টা করে।
উল্লেখ্য যে, রাশেদুল সরকারী চাকুরী হওয়ায় বাড়ি থেকে দুরে থাকে।
চারঘাট প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ
এই সুযোগে কাজে লাগিয়ে বড়ভাই রফিকুল বাড়ি দখলের চেষ্টা বলে অভিযোগে উল্লেখ করেছে।
এব্যাপারে কয়েকবার সরদহ ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সালিশ হলেও তা মিমাংসা হয়নি।
বেনাপোল বন্দরে বোমা বিস্ফোরণ : দলের দুই গ্রুপের দ্বদ্ব
অবশেষে রাশেদুল সুবিচারের আশায় ২২/৭/২০ ইং তারিখে রাজমাহী সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৭/২০২০।
চারঘাটে বশত বাড়ি দখল এব্যাপারে তার বড় ভাই রফিকুল ইসলামের সাথে ০১৬৩৬১৯৩৬৩৮ মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন
আমি কোন সম্পত্তি দখল ও হুমকি দেই নাই।
চারঘাটে বসত বাড়ি দখল বিষয়ে তিনি বলেন আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমুলক।
Pingback: সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক - দ্যা বাংলা ওয়াল
Pingback: তালায় বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্মম্ভ নির্মানে ভিত্তিপ্রস্তর স্থাপন - দ্যা বাংলা ওয়াল