সাতক্ষীরার তালায় পাওনা টাকা চাওয়ায় মারপিট ও আহত ২
সাতক্ষীরার তালায় দোকানের পাওনা টাকা চাওয়ায় দোকানদার ও তার মাকে পিটিয়ে মারাত্বক আহত করার অভিযোগ উঠেছে।

দোকানদারের মাতা মারাত্বক ভাবে আহত হওয়ায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বেনাপোলে সন্ত্রাসীদের দায়ের আঘাতে আহত-২ : গ্রেপ্তার-২
ঘটনার বিবরণে জানা যায়, সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি গ্রামের হাবিবুর রহমান শেখের পুত্র মেহেদী হাসান সাগর (১৯)
একই গ্রামের কবির শেখের পুত্র শরিফুল শেখের কাছে দোকানে বাকি খাওয়া বাবদ কিছু টাকা পাবেন।
গত শুক্রবার সেই টাকা চাইতে গেলে শরিফুল দোকানদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
গালিগালাজের একপর্যায়ে শরিফুল টাকা দিতে অস্বীকার করায় দোকানদার সাগর বাজার যাওয়ার উদ্দেশ্য রওয়া হন
এসময় শরিফুলের পিতা কবির শেখ দোকানদার সাগরকে মারতে উদত্ত হলে সাগরের মাতা ফিরোজা বেগম (৩৮) এগিয়ে আসে।
ফকরুল ইসলাম করোনা জয় করে ফিরলেন চারঘাটে
সাতক্ষীরার তালায় পাওনা টাকা চাওয়ায় উক্ত সময় একই গ্রামের শহিদুল শেখের পুত্র জামাল(৩০), ইবাদুল শেখের পুত্র কামাল(২৯),
দেনাদার শরিফুল, তার পিতা কবির বাশেঁর লাঠি ও গাছের ডাল দিয়ে আতংকিত ভাবে হামলা চালায়।
এতে দোকানদার সামান্য আহত হলেও তার মাতা ফিরোজা বেগমের শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম সহ দুটি দাঁত ভেঙ্গে যায়।
ফিরোজা বেগম তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ও শরিফুল প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।
Pingback: রাণীনগরে নিকাহ রেজিষ্টার বেলালের সংবাদ সম্মেলন - দ্যা বাংলা ওয়াল
Pingback: কুষ্টিয়া উপ-শহর প্লটের বালিভরাট জায়গা দখলের পাঁয়তারা - দ্যা বাংলা ওয়াল