দেশব্যাপীআইন- আদালতজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

চট্টগ্রামে সোয়া ১৩ কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেফতার

চট্টগ্রামে সোয়া ১৩ কোটি টাকার ইয়াবাসহ ৩ মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেফতার।

চট্টগ্রামের বাকলিয়া ও আনোয়ারা থেকে ১৩ কোটি ২৫লাখ ৬৫ হাজার টাকার ২ লাখ ৬৫ হাজার ১৩০ ইয়াবা বড়িসহ ৩ মাদক কারবারিকে

গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে পাটের গুদাম আগুনে ভস্মিভূত

মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর)  এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. মাহমুদুল হাসান মামুন।

গ্রেফতারকৃতরা হলেন-আনোয়ারা উপজেলার রায়পুর চুন্নাপাড়া এলাকার নুরুল হকের ছেলে মো. কামরুজ্জামান (৩০), 

কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং রশিদ আহমদের ছেলে মো. জমির উদ্দীন (৩৬) ও

একই উপজেলার ডেগারদীঘি বদ্দারপাড় এলাকার নুরুল হকের ছেলে মো. রমজান আলী (২৫)।

ভারতে পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়ল দ্বিগুণ প্রভাব বাজারে

এএসপি মো. মাহমুদুল হাসান মামুন বলেন, কামরুজ্জামানকে আনোয়ারা গহিরা এলাকা থেকে ৪০ হাজার ইয়াবা বড়িসহ গ্রেফতার করা হয়।

তার দেয়া তথ্যে আরেক ইয়াবা কারবারির বাড়ি থেকে ১ লাখ ২৫ হাজার ১৩০ ইয়াবা বড়ি উদ্ধার করে র‌্যাব।

১ লাখ ইয়াবা বড়িসহ জমির ও মো. রমজানকে বাকলিয়া থানাধীন আহাদ কনভেনশন সেন্টারের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।

নানা কৌশল অবলম্বন করে আনোয়ারা এলাকার ইয়াবা ব্যবসায়ীরা সাগরপথে এসব ইয়াবা নিয়ে এসেছিলেন।

নড়াইলে শিশু ধর্ষণের রির্পোটকে নিয়ে সংবাদ সম্মেলন

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আনোয়ারা ও বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রামে সোয়া ১৩ কোটি টাকার ইয়াবাসহ কারবারি তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন

র‌্যাব কর্মকর্ত মো. মাহমুদুল হাসান মামুন।

/ জুব

Shopno Television
The Bangla Wall
http://shopno-tv.com/
Shopno Television
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters

কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট

মো: আব্দুল হালিম মন্ডল (গাজী) mahmgazi84@gmail.com মোবাইল: 01770-700-068/ 01840-108-755 রক্তের গ্রুপ: বি+ ন্যাশনাল আইডি: ১৯০ ৫০৯ ০৯৪৮ পিতার নাম: মো: মজিবর রহমান মাতার নাম: মোছা: আছিয়া বেগম স্থায়ী ও বর্তমান ঠিকানা: গ্রাম- কালে প্রফেসর পাড়া, ডাকঘর- খলিলগঞ্জ, থানা- কুড়িগ্রাম, জেলা- কুড়িগ্রাম। জন্ম তারিখ: ১৮-০৯-১৯৮৪ খ্রি: বি এ অনার্স (রাষ্ট্রবিজ্ঞান) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দেশকাল পত্রিকায় কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *