নড়াইলে শিশু ধর্ষণের রির্পোটকে নিয়ে সংবাদ সম্মেলন
নড়াইলে উজিরপুর এলাকায় শিশু ধর্ষণের অভিযোগে সদর হাসপাতাল কর্তৃক মেডিকেল রির্পোটকে কেন্দ্র করে চিকিৎসকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় নড়াইল সদর হাসপাতালের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিমুলই হচ্ছেন মির্জাপুর পৌরসভার মেয়র
সংবাদ সম্মেলনে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বাবু জানান,
গত ৩০ আগষ্ট রবিবার পৌর ঐলাকার উজিরপুর এলাকায় চার বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ এনে রাত সাড়ে ১১টার দিকে
সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়, তাৎক্ষনিক ভিকটিমের পক্ষের লোক কর্তব্যরত চিকিৎসককে
ভয়ভীতি দেখিয়ে ধর্ষনের আলামত আছে বলে বক্তব্য নেয়।
পরে হাসপাতালের মহিলা চিকিৎসকের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পরীক্ষা নিরিক্ষা করে ধর্ষনের আলামত না পাওয়ার রির্পোট পেশ করা হয়।
নড়াইলে শিশু ধর্ষণের ব্যাপারে ভিকটিমের পক্ষের লোক অর্থের বিনিময়ে মেডিকেল রির্পোট পরিবর্তনের অভিযোগ এনে মানববন্ধন করে।
পরে এ মানববন্ধনের সংবাদ কিছু মিডিয়ায় সংবাদ প্রকাশ পায়।
জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ উদ্বোধন আজ
এতে ডাক্তার সমাজের মান সম্মান ক্ষুন্ন হয়েছে।
একটি মেডিকেল রির্পোট কারো ব্যাক্তিগত ইচ্ছাই হয় না, এটি মেডিকেল বোর্ড এটি তৈরী করে।
আমরা এ সংবাদ সম্মেলনের মাধ্যমে এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় সদর হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডাঃ সুব্রত কুমার বাগচি,
প্যাথলজিকাল বিভাগের চিকিৎসক ডাঃ সুজল কুমার বকশি, শিশু অভিজ্ঞ ডাঃ আলিমুজ্জামান সেতু,
মেডিকেল কর্মকর্তা ডাঃ সুব্রত নাগ (এ সময়ের জরুরি বিভাগের ডাক্তার),
ডাঃ কেয়াসহ হাসপাতালের নার্সরা এ সময় উপস্থিত ছিলেন।
Pingback: ভারতে পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়ল দ্বিগুণ প্রভাব বাজারে - দ্যা বাংলা ওয়াল
Pingback: শার্শায় ফেনসিডিলসহ কিশোর বহনকারী গ্রেপ্তার - দ্যা বাংলা ওয়াল