সুনামগঞ্জে ৪ লাখ ভারতীয় রুপিসহ এক হুন্ডি ব্যবসায়ী আটক
সুনামগঞ্জে জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় ৪ লাখ ভারতীয় রুপিসহ মোঃ আক্তারুজ্জামান আলাম (৪৩) নামের এক হুন্ডি ব্যবসায়ীকে
আটক করেছে সুনামগঞ্জ র্যাব- ৯ এর সদস্যরা।
র্যাবের হাতে আটককৃত হুন্ডি ব্যবসায়ী বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সিলডুয়ার গ্রামের আবুল বাশারের ছেলে।
নড়াইলে মুজিববর্ষ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার প্রস্তুতি
সে বিশ্বম্ভরপুর উপজেলা ছাএলীগের সাবেক সভাপতি।
স্থানীয় ও র্যাব-৯ সূএে জানা যায়, সুনামগঞ্জ র্যাব-৯ এর অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ ফয়সল আহমদ এর নেতৃত্বে র্যাবের একটি অভিযানিক দল
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০ টায় ধনপুর বাজারে আইসিটি সেন্টারের ভেতরে অভিযান চালিয়ে ৪ লাখ ভারতীয় রুপিসহ তাকে গ্রেফতার করে।
এ সময় তার সাথে থাকা রফিকুল ইসলাম নামের আরেক সহযোগী পালিয়ে যায়।
শার্শায় দুই সন্তানের জননী আত্মহত্যা স্বামী পলাতক
এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ র্যাব-৯ এর অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ ফয়সল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
এখন হুন্ডি ব্যবসায়ী আক্তারুজ্জামান আলামকে র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সুনামগঞ্জে ৪ লাখ ভারতীয় রুপিসহ আটক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের পর বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হবে।