নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমোদন
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে হবিগঞ্জ জেলা ছাত্রদল।
রাশিদুল ইসলামকে আহবায়ক ও মোঃ মাসুম মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
সাভারের আশুলিয়ায় মোবাইল চোর চক্রের সদস্য আটক
একই সাথে আরও ৫টি কমিটির অনুমোদন দেয়া হয়।
শনিবার হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত পত্রে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত কমিটির যুগ্ম আহবায়ক হলেন- রেদোয়ানুল হক চৌধুরী, শফিকুর রহমান সোহাগ, সাইফুর রহমান রাজন,
তৌহিদ চৌধুরী, মোঃ আলমগীর মিয়া, মোঃ উজ্জ্বল মিয়া, মোঃ আল-আমিন, দীপু আহমেদ, মঈনুল ইসলাম, আজিজুর রহমান, রেদোয়ান আহমেদ চৌধুরী।
সদস্যরা হলেন- মোয়াজ্জেম হোসেন চৌধুরী, প্রসুন কান্তি দাস, মো. জাকারিয়া, জামিল আহমেদ, কাওছার হোসাইন, আবুল হোসেন শাফি,
আতিকুল ইসলাম শুভ, মুন্সি সাইফুর রহমান।
শ্রীপুরে মাল্টা চাষে মামা-ভাগ্নের বিপ্লব
আহবায়ক কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে বিএনপি ও সহযোগী সংগঠনের তরফ থেকে স্বাগত জানিয়ে
নেতৃবৃন্দ দলীয় কর্মসূচী বাস্তবায়নে সরব থাকার আহবান জানান।




Pingback: জমির দখল পেতে ১৫০ ভূমিহীন পরিবারের স্মারকলিপি প্রদান - দ্যা বাংলা ওয়াল