নওগাঁয় বাক-প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযুক্ত আটক
নওগাঁয় পত্নীতলা উপজেলায় বাক-প্রতিবন্ধী ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের প্রচেষ্টায় ওই ভুক্তভোগীর প্রতিবেশি অভিযুক্ত কামরুজ্জামানকে (২০) আটক করেছে পুলিশ।
রবিবার ১১ অক্টোবর দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
কুড়িগ্রামে নদী ভাঙন পরির্দশন করলেন এমপি পনির উদ্দিন
তিনি বলেন, প্রতিবেশী কামরুজ্জামান বাক প্রতিবন্ধী ওই কিশোরীকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে চাইতো।
এছাড়াও, দীর্ঘদিন ধরে সে তাঁকে (কিশোরী) উত্ত্যক্ত করতেন।
কয়েকদিন আগে বাড়ীতে কেউ না থাকার সুযোগে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় গ্রামবাসী ঘটনাটি টের পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করে।
নাগরপুরে অটোরিক্সার ধাক্কায় ১ মহিলার মৃত্যু
নওগাঁয় বাক-প্রতিবন্ধী কিশোরী এই সুযোগে কামরুজ্জামান ওই স্থান থেকে সটকে পরে।
পরে বাক প্রতিবন্ধী ওই কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলা দায়ের পর পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে।
গতকাল শনিবার রাতে গোয়েন্দা তথ্য ও ডিজিটাল প্রযুক্তির সহয়তায় কামরুজ্জামানকে ঢাকা বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়।
পুলিশ সুপার আরও জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
Pingback: বাহুবলে বাঁশপাতা রেস্টুরেন্ট ও শাহপারান বেকারীকে জরিমানা - দ্যা বাংলা ওয়াল