নওগাঁয় চতুর্থ দফা বন্যায় ৬৭২৭ হেক্টর জমি তলিয়ে গেছে
নওগাঁয় চতুর্থ দফা বন্যায় ক্ষতিগ্রস্থ জমির পরিমাণ ৫৮৮৭ হেক্টর।
গেল বন্যায় নওগাঁয় প্রায় ৬৭২৭ হেক্টর ফসলি জমি পানির নীচে তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: শামছুল ওয়াদুদ জানান, ফসলের মধ্যে রোপা-আমন রয়েছে ৬৬১৬ হেক্টর আর
শাক-সবজি রয়েছে ১১১ হেক্টর।
নড়াইলে চল্লিশ বোতল ফেনসিডিলসহ দু’জন গ্রেফতার
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে লাঞ্ছিত করলেন পৌর মেয়র
উৎপাদনের ক্ষতির পরিমাণ প্রায় ১৯৫২৮ মেট্রিক টন। টাকায় এই ক্ষতির পরিমাণ প্রায় ৭ কোটি ১০ লক্ষ ৫৬ হাজার আটশ।
নওগাঁয় চতুর্থ দফা বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের সংখ্যা ৩৭ হাজার ৬শ’ এগারো জন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আত্রাই উপজেলায়।
বন্যার পানি নেমে গেলে কৃষকদের আগাম শাক-সবজিসহ সরিষা, ভূট্টা লাগানোর পরামর্শ দেওয়া হবে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।