দেশব্যাপীপরিবেশ ও সমাজজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

কালিহাতীতে বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ ওলামা পরিষদের

টাঙ্গাইলের কালিহাতীতে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে কালিহাতী উপজেলা ক্বওমী ওলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে ওই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

আর এতে উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।

শার্শা বেনাপোলে জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া

মিছিলটি কালিহাতী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিহাতী বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ মিছিলে নারায়ে তাকবির- আল্লাহু আকবার, আমার নবী তোমার নবী- বিশ্ব নবী বিশ্ব নবী, বিশ্ব নবীর অপমান- সইবেনা আর মুসলমান,

বিশ্বের মুসলিম- এক হও এক হও, ফ্রান্সের পণ্য- বর্জন কর, করতে হবে, আমরা সবাই রাসূল সেনা- ভয় করিনা বুলেট বোমা,

করলে রাসূলের অপমান কেড়ে নিবো তার প্রাণ, ফ্রান্সকে ঘৃনা করি, ম্যাক্রোর গালে গালে জুতা মারো তালে তালে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়,

ম্যাক্রোর ফাঁসি চাই, এ্যাকশন এ্যাকশন – ডাইরেক্ট এ্যাকশন সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত নানা রঙ্গের ফেষ্টুন ও ব্যানার দেখা যায়।

উপজেলা ক্বওমী ওলামা পরিষদের সভাপতি ও কালিহাতী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে

বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ক্বওমী ওলামা পরিষদের যুগ্ম সম্পাদক মুফতি আব্দুর রহমান, কালিহাতী উপজেলা ক্বওমী ওলামা পরিষদের সহ-সভাপতি মাও. মো. আবু হানিফ,

যশোরে চিকিৎসকের প্রাইভেটকার চালক খুন, ছেলে গুরুতর

মাও. মো. নূরুল আমিন ভূঁইয়া, জেলা ক্বওমী ওলামা পরিষদের সদস্য মাও. মো. শাহজালাল, কালিহাতী পৌরসভার পক্ষে মাও. রহমাতুল্লাহ, নাগবাড়ী ইউনিয়নের পক্ষে

মাও. মোশারফ হোসাইন, বীরবাসিন্দা ইউনিয়নের পক্ষে মুফতি আব্দুল আলীম, পারখী ইউনিয়নের পক্ষে মুফতি মিজানুর রহমান বায়োজিদ,

বল্লা ইউনিয়নের পক্ষে মাও, আব্দুর রহিম জামালী ও কোকডহরা ইউনিয়নের পক্ষে মুফতি আমিনুল ইসলামসহ বিশিষ্ট আলেম ওলামাবৃন্দ।

এসময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ৬ টি দাবী তুলে ধরেন। দাবীগুলো হলো-

১। আন্তর্জাতিক পরিমণ্ডলে জনমত গঠন পূর্বক ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে তার চরম ঘৃণ্য কর্মকান্ডের জন্য বিশ্বের

পৌনে দুইশত কোটি মুসলমানের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে,

২। কূটনৈতিক তৎপরতা যদি ব্যর্থ হয় তাহলে বিশ্বের ৫৭ টি মুসলিম রাষ্ট্রকে সঙ্গে নিয়ে ফ্রান্স ও তার সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে হবে,

৩। বাংলাদেশের বাজারে সকল প্রকার ফরাসি পণ্যের বিপণন ও অনুপ্রবেশ নিষিদ্ধ করতে হবে,

৪। ফ্রান্সের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এবং ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাস বন্ধ ঘোষণা করতে হবে,

৫। রাসুলুল্লাহ (সা.) এর শানে অবমাননাকারীর বিরুদ্ধে সংসদে সর্বোচ্চ শাস্তির বিধান তথা ফাঁসির আইন পাশ করতে হবে,

৬। আমাদের দেশে নাস্তিক্যবাদের ধ্বজাধারী একশ্রেণীর কুচক্রী মহল যারা বিভিন্নভাবে ইসলাম মুসলমান ও ওলামায়ে কেরামকে কটাক্ষ করে

শার্শায় ডিভোর্স দেয়া স্ত্রীকে কুপিয়ে জখম : স্বামী আটক

এদেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার হীন পাঁয়তারায় লিপ্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দাবীগুলো পাঠ করেন কালিহাতী উপজেলা কওমী ওলামা পরিষদের সাধারন সম্পাদক মাও. মোহাম্মদ আলী নাগবাড়ী।

কালিহাতীতে বিক্ষোভ সমাবেশ শেষে আখেরী বক্তব্য ও মোনাজাতের মধ্যদিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন

উপজেলা কওমী ওলামা পরিষদের সভাপতি মাও. আব্দুস সালাম।

/ মোজরলু

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

নাগরপুর (টাঙ্গাইল) করেসপনডেন্ট

Md. Jasiur Rahman (Lukon) Father's Name: Late Abdur Rahman Mother's Name: Late Nururunnahar Begum Permanent Address: Vill- Babnapara, Upazila- Nagarpur, Dist-Tangail Mobile:- +880 1766 458 826 E-mail: jasiur007@gmail.com DOB- 17/01/83 NID number: 19839317673000021 Blood Group: (B+) Educational Qualification: B Com Working in a Daily News of Bangladesh

2 thoughts on “কালিহাতীতে বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ ওলামা পরিষদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *