নড়াইলে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে নড়াইল শহরে মটর সাইকেল মিছিল অনুষ্ঠিত হয়।
আজ বিকালে মিছিলটি সরকারী ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ থেকে বের হয়ে শহর প্রদিক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে এসে শেষ হয়।
পঞ্চগড়ে জেলা আওয়ামীলীগ এর জেল হত্যা দিবস পালন
সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের অফিসের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা মিটুল কুন্ডু,
হাফিজ খান মিলন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গাউসুল আজম মাসুম, যুবলীগ নেতা অ্যাডঃ ইমরুল কায়েস, অ্যাডঃ কাজী বশিরুল হক,
বাশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক ছাত্র নেতা মোস্তফা কামাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ প্রমুখ।
নড়াইলে মিথ্যা ষড়যন্ত্রের ব্যাপারে মোবাইল ফোনে নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান
নিজাম উদ্দিন খান নিলুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,
আমার বিরুদ্ধে দলের একটি মহল ষড়যন্ত্র করছে, যা কখনই সফল হবে না।
নবীগঞ্জে শিশু খুনের মামলায় চাচাতো ভাই-বোন গ্রেফতার
আমি স্বীকৃত একটি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স পাশ করেছি।
একটি মহল আমার যে সার্টিফিকেট সবাইকে দেখাচ্ছে তা আমার নয়। তাদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
তাছাড়া এসব বিষয় দেখার জন্য নির্বাচন কমিশন রয়েছে। আমি ঢাকা থেকে নড়াইলে এসে প্রেসকে বিষয়টি অবহিত করব।
Pingback: কুষ্টিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ - দ্যা বাংলা ওয়াল
Pingback: পঞ্চগড়ে পিকআপ পেল মৎস্যজীবি সমিতি - দ্যা বাংলা ওয়াল